জলবায়ু পরিবর্তনের জের

দ্রুত গলে যাচ্ছে এভারেস্টে জমা বরফ : গবেষণা

Looks like you've blocked notifications!
এভারেস্ট পর্বতশৃঙ্গ। ফাইল ছবি : রয়টার্স

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিমবাহ দ্রুত গতিতে গলে যাচ্ছে। একটি নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর সংবাদমাধ্যম বিবিসির।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের এক গবেষণায় দেখা গেছে—এভারেস্টের সাউথ কোল হিমবাহ গত ২৫ বছরে ১৮০ ফুটের বেশি পুরুত্ব হারিয়েছে।

গবেষণায় দেখা গেছে, সাউথ কোল হিমবাহে দুই হাজার বছর ধরে যে বরফ জমাট বেঁধেছে, তা ২৫ বছরেই গলে গেছে। যার অর্থ—জমাট বাঁধার তুলনায় ৮০ গুণ দ্রুত বরফ গলেছে।

বিজ্ঞানী ও পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে সাউথ কোল হিমবাহে যান। সে দলে ইউনিভার্সিটি অব মেইনের ছয় জন ছিলেন। তাঁরা একটি ১০ মিটার দীর্ঘ বরফ খণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন।

ইউনিভার্সিটি অব মেইনের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পল মায়েস্কি বলেন, এভারেস্টের সর্বোচ্চ হিমবাহটি পর্বতশৃঙ্গের ভারসাম্য রক্ষায় মূল ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যাচ্ছে, মনুষ্যসৃষ্ট উষ্ণতার প্রভাব সুউচ্চ স্থানেও পড়েছে।