বেনকিউর নতুন পোর্টেবল প্রজেক্টর বাজারে
হালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার বেড়ে যাওয়ায় প্রজেক্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। যে কোনও মিটিং বা সেমিনারে প্রজেক্টর ছাড়া প্রেজেন্টেশনের কথা ভাবাই যায় না। আর তাই বেনকিউ ব্র্যান্ডের ছোট সাইজের পোর্টেবল প্রজেক্টর বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
এর মডেলটি হলো বেনিকিউ জিভিওয়ান। একটি কফি কাপের সাইজের এই প্রজেক্টরটি সহজেই ব্যবহার করা যায় বাসা, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পিকনিক, ইয়োগা ক্লাসসহ যে কোনও জায়গায়।
প্রজেক্টরটির ওজন মাত্র ৭০৮ গ্রাম। এর মধ্যে থাকা অটোমেটিক কিস্টোন খুব সহজেই পিকচার ফ্রেম কে স্কোয়ার শেপে নিয়ে আসে। বিল্ট ইন ব্যাটারির কারণে এতে তিন ঘণ্টা ব্যাকআপ থাকছে। এতে আরও থাকছে ৫ ওয়াট বিল্ট ইন স্পিকার, ফলে এটিকে ব্লুটুথ স্পিকার হিসেবেও অনায়াসে ব্যাবহার করতে পারবেন। এটি ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার সাপোর্ট করে।
প্রজেক্টরটির উপরের অংশে থাকছে দুটি ভলিউম কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন, এবং ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড বাটন, আর পোর্ট হিসেবে থাকছে ইউএসবি সি পোর্ট। আরও একটি চমৎকার ব্যাপার হলো, কনো ফোন ব্যাবহার ছাড়াই, কার্ড রিডার বা পেন্ড্রাইভ ব্যবহার এর মাধ্যমে মুভি, ইমেজ বা যে কোনও কন্টেন্ট দেখতে পারবেন।

ফিচার ডেস্ক