লোগোয় পরিবর্তন নিয়ে আসছে গুগল
টেক জায়ান্ট গুগল তাদের বেশ কয়েকটি সেবার লোগোতে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। সেই তালিকায় আছে জি-মেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, মিটসহ একাধিক সেবা।
যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মেট্রো তাদের প্রতিবেদনে জানিয়েছে, রি-ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে সেবার লোগোতে পরিবর্তন নিয়ে আসছে গুগল। এ ছাড়া সেবার মান বাড়াতে গুগলের সবকটি সেবা একত্রে নিয়ে জি-স্যুটের নাম পরিবর্তন করে গুগল ওয়ার্কস্পেস নামকরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, এরই মধ্যে গুগল তাদের বেশ কয়েকটি সেবার নতুন লোগো প্রকাশ করেছে। তবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকের কাছে পছন্দ হয়নি গুগলের এসব নতুন লোগো।
টেক জায়ান্ট গুগলের প্রধান সেবা গুগল সার্চ। এ ছাড়া সেবার মধ্যে আছে গুগল ডক, শিট, স্লাইড, ই-মেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল প্লাস, গুগল ডুও/হ্যাংআউট, গুগল ট্রান্সলেট, গুগল ম্যাপস/ ওয়েজ/ আর্থ/ স্ট্রিট ভিউ, ইউটিউব, গুগল কিপ, গুগল ফটোজ প্রভৃতি।

ফিচার ডেস্ক