চোরাশিকারি ধরতে সফটওয়্যার
চোরাশিকার কথাটির সাথে সবাই কমবেশি পরিচিত। বিশ্বব্যাপী বিপন্ন হয়ে পড়া প্রাণিজগতের অন্যতম শত্রু হলো এই চোরাশিকারিরা। এদের উপদ্রব ঠেকাতেই এবার ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক নতুন স্মার্ট সফটওয়্যার, যা বন্য প্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন এর নির্মাতারা।
কনভার্সেশন বায়োলজি জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, নতুন এই সফটওয়্যারের মাধ্যমে বনের কোনো কোনো এলাকায় চোরাশিকারিরা বেআইনি কার্যক্রম চালাচ্ছে সেটা বের করা যাবে, যা প্রথাগত বনরক্ষীদের থেকে অধিক সাফল্যের সাথে বনজ সম্পদ রক্ষায় ভূমিকা রাখবে।
বিজ্ঞানীদলের প্রধান ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক রব ক্রিচলো জানান, ‘সাধারণ বনরক্ষীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনেকাংশেই নির্ভরযোগ্য নয়, কারণ তারা অনেক সময়ই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়।’
তবে নতুন এই সফটওয়্যারের মাধ্যমে পুরো বনের ভার্চুয়াল ম্যাপ তৈরি করা যাবে। ফলে কোথাও বন্য প্রাণী হত্যা, গাছ কাটা, বেআইনি অনুপ্রবেশসহ অন্যান্য অসাধু কার্যক্রম চালানো হলে তা সাথে সাথে জানতে পারবে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে তারা।
আপাতত উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে এই সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে গবেষকদের আশা, অদূর ভবিষ্যতে পৃথিবীব্যাপী বনজ সম্পদ সংরক্ষণে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।