রোবট কর্মচারী দিয়ে হোটেল
বিশ্বের এই প্রথম রোবট কর্মচারী নিয়ে হোটেল চালু হচ্ছে জাপানে। ‘হেন-না’ নামের হোটেলটিতে রোবটের পাশাপাশি থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আগামী জুলাইয়ে নাগাসাকিতে এর যাত্রা শুরু হবে।
জাপানি ভাষার হেন-না শব্দটির অর্থ হলো আজব। নামের সঙ্গে হোটেলটির কর্মকাণ্ড ভালোই মিলে যায়। হোটেলটিতে মানুষের পাশাপাশি থাকা রোবটগুলো মানুষের মতোই দেখতে (অ্যান্ড্রয়েড)। এসব রোবটের নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্ট্রয়েড’। এরা হোটেলে আগতদের অভ্যর্থনা জানানো, মালপত্র কক্ষে নিয়ে যাওয়া, কফি বানিয়ে খাওয়ানোসহ নানা কাজ করবে। বোবটরা সব কাজই করবে মুখে হাসি ভাব নিয়ে। অ্যাক্ট্রয়েডরা ইংরেজিসহ জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় কথা বলতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, হউস টেন বোস নামক একটি থিমপার্ট রোবট কর্মচারীর হোটেলটি চালুর উদ্যোগ নিয়েছে। রোবট কর্মচারীসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে হোটেল চালানোর খরচ কমে আসবে বলে তারা জানিয়েছে।
হউস টেন বোস পার্ক কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ের ১৭ তারিখে খোলার অপেক্ষায় থাকা হোটেলটিতে প্রথম পর্যায়ে ৭২টি কক্ষ থাকবে। পরে ২০১৬ সালে আরো ৭২টি কক্ষ যুক্ত থাকবে। হোটেলে রিসিপশনিস্ট থাকবে তিনটি রোবট, আরো চারটি রোবট ও ব্যাগ টেনে নেওয়ার রোবট। কয়েকটি পরিচ্ছনতাকর্মী রোবটও থাকবে।
হউস টেন বোস পার্কের প্রেসিডেন্ট হিদো সোয়াদা আশা করেন হোটেলের ৯০ শতাংশ কাজই রোবটরা করতে পারবে। তিনি বলেন, ভবিষ্যতে সারা বিশ্বে রোবট কর্মচারীর এক হাজার হোটেল চালু করা হবে।
শুধু রোবটই নয় আরো কিছু বৈপ্লবিক প্রযুক্তি থাকছে হেন-না হোটেলে। হোটেলের প্রতিটি কক্ষে থাকবে মুখ দেখে মানুষ চেনার ফেস রিকগনিশন সিস্টেম প্রযুক্তি। তাই অনাকাঙ্ক্ষিত কেউ হোটেল কক্ষে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া প্রতিটি কক্ষে থাকবে ট্যাবলেট কম্পিউটার। এটি ব্যবহার করে কর্মচারীদের প্রয়োজনীয় ফরমায়েশ পাঠানো যাবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে গতানুগতি এয়ারকন্ডিশনিং সিস্টেমের পরিবর্তে থাকবে বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা মেটাতে থাকবে সৌরবিদ্যুৎ।
হেন-না হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কক্ষের ভাড়া ৬০ থেকে দেড় শ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।