দেশীয় নতুন মোবাইল ব্র্যান্ড গোল্ডবার্গ
যাত্রা শুরু করল দেশের নতুন মোবাইল ব্র্যান্ড গোল্ডবার্গ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডবার্গ মোবাইল ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। খান গ্রুপের মোবাইল ব্র্যান্ডটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গোল্ডবার্গ মোবাইলের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, গোল্ডবার্গ মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান সন্স গ্রুপের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আজ তথ্যপ্রযুক্তি মানুষের দোরগোড়ায় এসে গেছে। প্রতিটি ক্ষেত্রেই আমরা এর সুফল পাচ্ছি।’ তিনি আশা করেন, খান সন্স গ্রুপ যেভাবে আগের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে সেবা দিতে সক্ষম হয়েছে, একইভাবে তাদের নতুন উদ্যোগ গোল্ডবার্গ মোবাইলও এ ক্ষেত্রে সফল হবে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মোবাইলের মাধ্যমে এখন শুধু কথা বলা নয়, পৃথিবীর যে কোনো প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। গ্রামের কৃষকরা এখন মোবাইলের মাধ্যমে ফসলের বিষয়ে জানছে, রিকশাওয়ালা মোবাইলের মাধ্যমে গ্রামে টাকা পাঠাচ্ছে। গোল্ডবার্গ মোবাইল সফল হবে বলে তিনি আশা করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মোবাইল হচ্ছে ডিজিটাল বাংলাদেশের হৃদয়। দেশে ১২ কোটি মোবাইল ব্যবহার হয়। হারিয়ে যাওয়া, নষ্ট হওয়াসহ নানা কারণে প্রতিবছর শতকরা ২০ ভাগ মোবাইল পরিবর্তন করতে হয়। তাই মোবাইলের ব্যবসা সব সময়ই চালু থাকবে। তিনি আশা করেন, গোল্ডবার্গ বাংলাদেশেই মোবাইল তৈরি করবে এবং দেশের বাজারের চাহিদা মিটিয়ে ভারতের বাজারে বিক্রি করতে পারবে।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ তাঁর বক্তৃতায় খান সন্স গ্রুপের আগের সফলতার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্পমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় গোল্ডবার্গ মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান বলেন, তাঁদের লক্ষ্য হলো ক্রেতাদের নতুন প্রযুক্তি ও উৎকর্ষময় অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দিয়ে দেশের সবার পছন্দের মোবাইল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। এ লক্ষ্যে গোল্ডবার্গ মোবাইল বিশ্বমানের নিত্য-নতুন ডিজাইনের পণ্য দেশের বাজারে আনবে। গোল্ডবার্গের নতুন সব মোবাইল দেশের ৬৪টি জেলায় একসঙ্গে পাওয়া যাবে। এর পাশাপাশি সারা দেশে ১৮টি ইউরকেয়ার চালু করা হয়েছে। তিনি জানান, দেশের বাজারের চাহিদার কথা বিবেচনা করে প্রথম পর্যায়ে দুই সিরিজের ফিচার ফোন এবং পাঁচ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়া হবে। বছরের শেষদিকে ল্যাপটন ও ট্যাবলেটও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে চীন থেকে সেগুলো সরাসরি আমদানি করা হবে। তিনি আরো জানান, গোল্ডবার্গ মোবাইল সর্বনিম্ন ৮০০ থেকে সর্বোচ্চ সাড়ে ১২ হাজার টাকায় পাওয়া যাবে।
অনুষ্ঠানের বক্তৃতায় খান গ্রুপের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান বলেন, বর্তমানে দেশে প্রতিবছর দেড় কোটি মোবাইল সেটের চাহিদা আছে। গোল্ডবার্গ মোবাইল চলতি বছরের মধ্যেই পাঁচ লাখ হ্যান্ডসেট গ্রাহকদের হাতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে গোল্ডবার্গ মোবাইল রপ্তানি করা হবে পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টার্সসহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমারে।
গোল্ডবার্গ মোবাইল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকসেবা দিতে প্রতিটি মোবাইলে এক বছর বিক্রয়োত্তর সেবা ও ১৪ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে। আর গোল্ডবার্গের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় অফার।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতার পর ছিল আকর্ষণীয় লেজার প্রদর্শনী। এর মাধ্যমে গোল্ডবার্গ মোবাইলের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। পরে বড় পর্দায় গোল্ডবার্গের বিভিন্ন হ্যান্ডসেটের বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্যাশন শোতে মডেলরা বিভিন্ন হ্যান্ডসেট প্রদর্শন করেন। সর্বশেষ আয়োজন ছিল সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পরিবেশনা।