আর্মস্ট্রংয়ের ব্যাগে মিলল চাঁদ-অভিযানের যন্ত্রপাতি
১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম মানুষ হিসেবে চাঁদে নামেন যুক্তরাষ্ট্রের নিল আর্মস্ট্রং। আর ২০১২ সালে পৃথিবী ছেড়ে চলে যান আলোচিত এই মহাকাশচারী। চাঁদে ব্যবহৃত আর্মস্ট্রংয়ের কিছু যন্ত্রপাতি সম্প্রতি তাঁর বাড়িতে পাওয়া গেছে। একটি ব্যাগে রাখা যন্ত্রপাতিগুলো খুঁজে পেয়েছেন তাঁর স্ত্রী।
খুঁজে পাওয়া যন্ত্রপাতির মধ্যে কিছু তার থেকে শুরু করে আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের (চাঁদে পদার্পণকারী দ্বিতীয় মহাকাশচারী) ভিডিওচিত্র ধারণের ক্যামেরাও আছে।
দীর্ঘ কয়েক দশক লোকচক্ষুর অন্তরালে থাকা যন্ত্রপাতিগুলোর ছবি ও পরিচয় সম্প্রতি অ্যাপোলো ইলেভেন লুনার সারভেস জার্নাল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
১. যন্ত্রপাতি রাখার ব্যাগ
২. ক্যামেরা বিদ্যুৎ সংযোগের তার
৩ ও ৪. লাইটের সঙ্গে যুক্ত তার
৫ ও ৬. যন্ত্রপাতি যুক্ত রাখার ক্লিপ
৭. দৃষ্টি সহায়ক যন্ত্র
৮. দৃষ্টি সহায়ক যন্ত্রের ফিল্টার
৯. দৃষ্টি সহায়ক যন্ত্রে ব্যবহৃত লাইট
১০. কোমরে যন্ত্রপাতি বোলানোর ক্লিপ
১১. হেলমেট বেঁধে রাখার ক্লিপ
১২. চিত্র ধারণের ক্যামেরা (১৬ মিলিমিটার)
১২(ক). ৯০ ডিগ্রি বাঁকানো অ্যাডাপ্টার
১২(খ). ক্যামেরার ১০ মিলিমিটার লেন্স
১৩. লেন্সের শেড
১৪. চোখ রক্ষার যন্ত্র
১৫. ধাতব আয়না
১৬. জরুরি মুহূর্তে ব্যবহারের রেঞ্জ
১৭. বর্জ্য ব্যবস্থার ঢাকনা
১৮. কাপড়ের মধ্যে ব্যবহার্য জাল
গবেষণা ও জনসাধারণের কাছে প্রদর্শনের জন্য আর্মস্ট্রংয়ের পরিবার যন্ত্রপাতিগুলো স্মিথসোনিয়ান ন্যাথনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে দান করেছে।