ব্যাংকিং হবে আঙুলের ছাপে

পৃথিবীটা এখন স্মার্টফোনের। আস্তে আস্তে সবই চলে যাচ্ছে হাতের মুঠোয়, মানে মোবাইল ফোনের ভেতরে। হাজার হাজার টাকা সমেত এবার ব্যাংকটাও ঢুকে গেল এই ছোট যন্ত্রে। যুক্তরাজ্যে প্রথমবারের মতো দুটি ব্যাংক তাদের গ্রাহকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ দিচ্ছে, পুরোপুরি। আর এক্ষেত্রে তাদের পরিচয় হবে আঙুলের ছাপ।
আপাতত আরবিএস এবং ন্যাটওয়েস্ট ব্যাংকের গ্রাহকরা পাবেন এই সুবিধা। আর এটি ব্যবহার করা যাবে শুধু আইফোনে। কারণ আইফোনের টাচআইডি অ্যাপ্লিকেশনেই রয়েছে এই নিরাপত্তা। যে দুটি ব্যাংক গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে তারা রয়েল ব্যাংক অব স্টকল্যান্ড গ্রুপের সদস্য। আইফোন ফাইভ এস, সিক্স এবং সিক্স প্লাসে এই অ্যাপ ব্যবহার করা যাবে।
আর অ্যাকাউন্টে ঢুকে গ্রাহকরা তাদের যাবতীয় ব্যাংকিংয়ের কাজ সারতে পারবেন আইফোনের মাধ্যমেই। দিতে পারবেন গ্যাস-বিদ্যুৎ বা ফোনসহ যেকোনো বিল, তবে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা খরচ করা যাবে না। ব্যাংক দুটি জানিয়েছে, বর্তমানে তাদের আট লাখ ৮০ হাজার গ্রাহক আইফোনের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করছেন।
টাচ আইডি অ্যাপটির নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অ্যাপল অবশ্য বলছে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ নিরাপদ। তিনবার ভুল পাসওয়ার্ড দিলে আর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না গ্রাহক। আঙুলের ছাপ মিলিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিলেই খুলবে অ্যাকাউন্টের তালা।
আইফোনের বাইরেও অন্যান্য ব্যাংকিং অ্যাপ যুক্তরাজ্যে বেশ জনপ্রিয় হচ্ছে। ঝামেলা এড়িয়ে লেনদেন সারতে সবাই ব্যবহার করছেন ব্যাংকিং অ্যাপ্লিকেশন। ব্যাংকগুলোর দেওয়া তথ্যমতে, তাদের মোট গ্রাহকের ৫০ শতাংশেরও বেশি গ্রাহক অনলাইন এবং মুঠোফোনে ব্যাংকিং সুবিধা নিয়ে থাকে। সংখ্যায় এরা প্রায় দেড় কোটি।
ব্রিটিশ ব্যাংকিং অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে বিভিন্ন ব্যাংকিং অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত এক কোটি ২৪ লাখ বার ডাউনলোড করা হয়েছে। দ্য ওয়ে উই ব্যাংক নাউ নামের ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসিতে বলা হয়, যুক্তরাজ্যে প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করে ৫০ লাখেরও বেশি ব্যাংকিং লেনদেন হয়।