নেপালে বিনা খরচে ফোন করার সুযোগ দিল গ্রামীণফোন
নেপালের যেকোনো ফোনে বিনা টাকায় ফোন দিতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। বিমান বিধ্বস্ত হওয়ার পর স্বজনদের খোঁজ খবর নেওয়ার সুবিধা দিতে এ সুযোগ দিচ্ছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন।
আজ সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি বিমান।
স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে আজ সোমবার রাত পৌনে ৯টা থেকে শুরু হয় ওই সেবা। গ্রামীণফোনের গ্রাহকরা বিনা কলচার্জে নেপালের যেকোনো নম্বরে ফোন করতে পারবে। এ সুযোগ থাকছে ১৪ মার্চ মধ্যরাত পর্যন্ত।
গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান এ তথ্য জানান।
ঢাকা থেকে দুপুরে রওনা দেয় ইউএস বাংলার ওই বিমান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বিধ্বস্ত হয় বিমানটি।
ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, চার ক্রু এবং ৬৭ জন যাত্রীসহ সর্বমোট ৭১ জনকে নিয়ে নেপালে যাত্রা করেছিল বিমানটি। এর মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩২ জন। ৩৩ জন নেপালের। চীনের ও মালদ্বীপের দুই নাগরিকও আছেন।