শুরু হচ্ছে বিজ্ঞান প্রতিযোগিতামূলক উৎসব
আগামী ২৮ আগস্ট শুক্রবার, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভিত্তি করে আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতামূলক উৎসব মেকসেলারেশন-২০১৫। গতবারের সফল আয়োজনের পর এবারও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই উৎসব আয়োজন করছে। একদিনের এই উৎসব শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মূলত বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা ও আবিষ্কারকে একটি প্রতিযোগিতামূলক রূপ প্রদান এবং মানুষের কাছে প্রকৌশলবিদ্যার এই বিশেষ শাখার বিভিন্ন সম্ভাবনাময় চিত্র তুলে ধরতেই গত বছর উৎসবটি আয়োজন করা হয়েছিল। প্রথমবারই ব্যাপক সাড়া পাওয়া যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে। তাই দ্বিতীয়বার উৎসবটি আরো বড় আকারে আয়োজন করা হচ্ছে।
মেকসেলারেশন ২০১৫-এর আয়োজনে গত বছরের পাঁচটি ইভেন্টে এবারও প্রতিযোগিতা হবে । ইভেন্টগুলো হচ্ছে যথাক্রমে রোবটিক্স (লাইন ফলোয়ার), বিজনেস আইডিয়া, ক্যাড কম্পিটিশন, প্রোজেক্ট শোকেসিং এবং মেকানিক্যাল অলিম্পিয়াড।
আর নতুনভাবে এই বছর যোগ হয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ইভেন্টগুলোর মধ্যে প্রজেক্ট শোকেসিং এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জুনিয়র আর সিনিয়র দুটি লেভেলে। অর্থাৎ জুনিয়র লেভেলে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। আর সিনিয়র লেভেলে থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে এ দুটি ছাড়া আর বাকি চারটি ইভেন্টই বরাদ্দ শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে সব মিলিয়ে সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকার পুরস্কার। আয়োজক দলের অন্যতম সদস্য অরিক আবীর জানান, ‘উৎসবজুড়ে আরো বিভিন্ন চমক থাকবে আগত প্রতিযোগী এবং অতিথিদের জন্য। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী প্রতিযোগীরা অংশগ্রহণের জন্য নিজেদের নাম নিবন্ধন সম্পন্ন করেছে। এখন শুধু অপেক্ষার পালা!
এই উৎসবের অনলাইন পার্টনার এনটিভি বিডি ডটকম।

ইশতি আহমেদ