আইফোনের সঙ্গে আসছে আইপ্যাড প্রো
ধারণা করা হচ্ছে, ৯ সেপ্টেম্বরের সম্মেলনটি অ্যাপলের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। কারণ, সানফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামের মতো বিশাল সম্মেলন কক্ষে এর আগে কখনো এ ধরনের অনুষ্ঠান করেনি অ্যাপল।
তাই এই ইভেন্টকে কেন্দ্র করে বাতাসের বেগে গুজবও ছোটাছুটি করছে। আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে নতুন দুটি আইফোনের ঘোষণা আসবে। এর পর অ্যাপল টিভি সেটবক্স আর নতুন রিস্ট ব্যান্ডের কথাও শোনা গিয়েছিল। তবে সবকিছুকে ছাপিয়ে অ্যাপলের পণ্যভিত্তিক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ দাবি করছে, ৯ সেপ্টেম্বরের ওই সম্মেলনে আইপ্যাড প্রো এবং আইপ্যাড মিনির নতুন ভার্সনের ঘোষণা আসবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, আগামী সপ্তাহে ঘোষণা এলেও বাজারে আইপ্যাড প্রো আসবে নভেম্বরে। এর আগে অক্টোবরে একটি প্রি-অর্ডার সেশনও চলবে। অন্যদিকে নাইন টু ম্যাক জানায়, নতুন এই প্যাড বর্তমান মডেলের থেকে আকারে বেশ বড় হবে। এ ছাড়া স্পেসিফিকেশনেও থাকবে লক্ষণীয় উন্নতি। এতে থাকবে ফোর্সটাচভিত্তিক স্টাইলাস। আর সিরি এবং নোটিফিকেশন সেন্টার কাজ করবে আরো নিখুঁতভাবে।
গুজব রয়েছে, আইপ্যাডের একটি এন্টারপ্রাইজ-রেডি ভার্সন আসতে পারে। বিশ্বের অন্যতম এই টেক-জায়ান্টের সঙ্গে সিসকো এবং আইবিএমের মতো এন্টারপ্রাইজগুলোর গড়ে ওঠা সাম্প্রতিক সম্পর্ক থেকেই এ গুজবের জন্ম। যদিও অ্যাপল এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেনি।