অক্টোবরে আসছে অ্যাপলের বিশাল ‘আইপ্যাড’
সেলফোনের স্ক্রিন বড় হলেই সব সময় সব কাজ সেলফোন দিয়ে হয় না। তাই ল্যাপটপটা বা ট্যাবটা ব্যাগে ঝোলাতেই হয়। এমন যদি হয়, ট্যাবের আকৃতি নেটবুকের চেয়েও বড়, তাহলে? আর ট্যাবটা যদি হয় অ্যাপলের, তাহলে তো কথাই নেই! এ বছরের অক্টোবরে এই কল্পনা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে আসবে অ্যাপলের দশাসই ট্যাব ‘আইপ্যাড প্রো’, আকার প্রায় ১৩ ইঞ্চি! শুধু তাই নয়, এতে নতুন ধরনের ইউএসবি পোর্ট সংযুক্ত থাকবে বলে জানা গেল দ্য গার্ডিয়ানের খবরে।
১২ দশমিক ৯ ইঞ্চি আকৃতির আইপ্যাড প্রো ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের, এমনই আওয়াজ বাজারে। এই ট্যাবটি প্রকৃত পক্ষে ব্যবসায়িক কাজে ব্যবহারকারীদের লক্ষ্য করেই বানানো হচ্ছে। এটি আরো আগেই বাজারে চলে আসার কথা ছিল কিন্তু এই ‘বিশাল’ স্ক্রিনের ব্যবস্থাপনা করতে গিয়ে উৎপাদনের হার পিছিয়ে পড়েছিল প্রতিষ্ঠানটির। না হলে হয়তো এই বছরের মাঝামাঝিতে বা তারও আগে বাজারে এসে পড়তে পারত গ্যাজেটটি। তবে এই দেরির কারণে অ্যাপলের ক্রেতাদের আসলে লাভই হচ্ছে। কেবল স্ক্রিনের আকৃতি নয়, ইউএসবি পোর্ট, কি-বোর্ড আর মাউস ব্যবহারের সুযোগও এখন পাওয়া যাবে নতুন আইপ্যাডে।
সেপ্টেম্বর মাসে অ্যাপলের এই বিশালাকৃতির আইপ্যাডের প্রোডাকশন শুরু হবে এবং অক্টোবর নাগাদ তা বাজারে চলে আসবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল অবশ্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এই মুহূর্তে বাজারে চালু অবস্থায় রয়েছে অ্যাপলের দুই আকৃতির ট্যাব- একটি ৭.৯ ইঞ্চি এবং আরেকটি ৯.৭ ইঞ্চি। অ্যাপলের সর্বশেষ নতুন ট্যাব আইপ্যাড এয়ার ২ এবং আইপ্যাড মিনি ৩।