শুধু অর্থ নিয়ে ভাবলে ফেসবুকে বিনিয়োগ করবেন না : জাকারবার্গ
শুধু অর্থকড়ি উপার্জনের চিন্তা নিয়ে পড়ে থাকলে চলবে না। একই সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় আর উপকারী উদ্যোগ নিয়েও ভাবতে হবে। তাতে যদি আপত্তি থাকে, তাহলে ফেসবুকের সঙ্গে ব্যবসায় না জড়ানোই ভালো। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এমন সোজাসাপ্টাভাবেই বলে দিয়েছেন বিনিয়োগকারীদের। ম্যাশেবল ওয়েবসাইট থেকে জানা যায়, ইন্টারনেটভিত্তিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে এ কথা জানান জাকারবার্গ।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য Internet.org নামে একটি বিশেষ উদ্যোগ রয়েছে ফেসবুকের। উন্নয়নমূলক হলেও উদ্যোগটি তেমন লাভজনক নয়। ফেসবুকের আয় নিয়ে বলার সময় এ বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন জাকারবার্গ। ফেসবুকে বিনিয়োগকারীরা Internet.org-এর মতো উদ্যোগ নিয়ে মাথা ঘামাবে কি না, তার জবাবে এ কথা বলেন তিনি।
জাকারবার্গের কথা হচ্ছে, Internet.org দিয়ে প্রতিষ্ঠানের বিশাল আর্থিক মুনাফার সম্ভাবনা খুঁজতে চাওয়াটা যৌক্তিক নয়। তবে এর ব্যবসায়িক সম্ভাবনাও ভালো বলে ধারণা করেন তিনি। সেটা তখনই সম্ভব হবে যখন উন্নয়নশীল এবং সম্ভাবনাময় বাজারগুলোতে ইন্টারনেটভিত্তিক যোগাযোগের উন্নতি ঘটবে। ‘আমাদের লক্ষ্য হচ্ছে, পুরো দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন। সে জন্যই আমরা এখানে জড়ো হয়েছি। আমি মনে করি, এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের বিনিয়োগকারীদের এটা জেনে রাখা জরুরি। আমরা যদি শুধু অর্থ উপার্জনের দিকেই মনোযোগ দিতাম, তাহলে যুক্তরাষ্ট্র আর আশপাশের দেশগুলো খালি বিজ্ঞাপন দিয়ে সয়লাব করে দিতাম’—বলেন জাকারবার্গ।
শুধু অর্থ উপার্জনই জাকারবার্গের চিন্তা নয়, এর সঙ্গে বরং তিনি যোগাযোগব্যবস্থারও ঠিকঠাক উন্নয়ন নিয়ে কাজ করতে চান। একই রকম মনোভাব তিনি আশা করেন বিনিয়োগকারীদের কাছ থেকে। ‘আমি যদি শুধু অর্থ নিয়েই ভাবতাম তাহলে Internet.org নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের সবাইকে সরিয়ে এনে বিজ্ঞাপন বানানোর কাজে লাগিয়ে দিতাম।’ ফেসবুকের লক্ষ্য যে কেবল অর্থ উপার্জনে সীমাবদ্ধ নয়, তা এভাবেই বুঝিয়ে দেন জাকারবার্গ।