আসছে ২ জিবি র্যামের নতুন স্মার্টফোন
শাওমি ব্র্যান্ডকে বলা হয় চায়নিজ আইফোন। কারণ, আইফোনের মতো প্রিমিয়াম সব সুবিধাই এই স্মার্টফোনে রয়েছে। দ্রুতগতির প্রসেসর, ভালো ক্যামেরা এবং বড় স্ক্রিনের জন্য ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি।
জনপ্রিয়তা ধরে রাখতেই শাওমি নিত্যনতুন স্মার্টফোন দিয়ে ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করছে। এবার শাওমি নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন শাওমি রেডমি ২এ। প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। এ খবর জানিয়েছে এনডিটিভি।
শাওমির প্রধান নির্বাহী লেই জুন তাঁর উইবো (চীনা সামাজিক যোগাযোগ সাইট) অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। তিনি জানান, শাওমির নতুন এই স্মার্টফোনের দাম পড়বে ৫৪৯ চীনা ইয়েন।
এ বছরের মার্চে শাওমি রেডমি ২এ স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়, যার মূল্য ছিল ৫৯৯ চীনা ইয়েন। তবে এর র্যাম ছিল ১ জিবি আর স্টোরেজ ছিল ৮ জিবি। এবার নতুন সংস্করণে যোগ করা হয়েছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ।
সঙ্গে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড-কোর লিডকোর (এল১৮৬০সি) কোর্টেক্স-এ৭ প্রসেসর। কানেক্টিভিটির জন্য রয়েছে ৪জি এলটিই।
শাওমি রেডমি ২এ স্মার্টফোনে রয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চি এইচডি (৭২০ x ১২৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়তি ৩২ জিবি মেমোরি যোগ করা যাবে। রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। চার্জ ধরে রাখবে ২২০০ এমএএইচের ব্যাটারি।

ফাহিম ইবনে সারওয়ার