বন্ধ হয়ে গেল গুগল টক

চালুর ৯ বছর পর বন্ধ হয়ে গেল গুগল টক। গুগলের ইনস্ট্যান্ট ম্যাসিজিং এই সেবা আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন গুগলের প্রোডাক্ট ম্যানেজার মায়ুর কামাত। ১৬ ফেব্রুয়ারি নিজের ব্লগে এ কথা জানান তিনি।
তবে গুগল টক বন্ধ হয়ে গেলেও থাকবে হ্যাংআউটস। ২০১৩ সাল থেকে গুগল টক ও হ্যাংআউটস পাশাপাশি চালু রেখেছিল গুগল। কিন্তু এখন হ্যাংআউটসকে বেশি গুরুত্ব দিতেই বন্ধ করে দেওয়া হলো গুগল টক। জিটক নামে বেশি পরিচিত ছিল গুগলের এই সেবা।
তবে গুগলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলেও অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করা যাবে জিটক। যেমন জিটসি, ইনস্ট্যান্টবার্ড, মিরান্ডা আইএম। তবে এসব অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে ব্যবহারকারীদের জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। কারণ এসব অ্যাপ্লিকেশনের সাথে গুগলের কোনো সম্পর্ক নেই।
তবে গুগলটকে যেসব সুবিধা ছিল তার অনেক কিছুই নেই হ্যাংআউটসে। ফাইল শেয়ারিংয়ের জন্য গুগল টক অনেক বেশি সুবিধাজনক ছিল হ্যাংআউটসের তুলনায়। তা ছাড়া গুগল টকে ব্যবহারকারী চাইলে ইনভিজিবিলিটি মোডে থাকতে পারতেন যাতে তাকে কেউ চাইলেও খুঁজে পেতে না পারে। হ্যাংআউটসে সে সুবিধা নেই।
হোয়াটসঅ্যাপের মত জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই গুগল টককে বন্ধ করে দিয়ে হ্যাংআউটসের প্রতি গুরুত্ব দিচ্ছে গুগল। এই মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত থাকবে ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট ও ব্রাউজিং সুবিধা।
তাই এক অ্যাপ ব্যবহার করে আরো অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অবশ্য গুগল টক যেখানে ভয়েস কল এবং ভিডিও কলের সুবিধা দিয়ে থাকত সেখানে হ্যাংআউটসে শুধু টেক্সট ম্যাসেজিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।