ব্যক্তিগত তথ্য সংরক্ষণে নীতিমালা বদলাচ্ছে গুগল
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কিভাবে কাজ করা হয়, তা আরো স্পষ্ট করে জানানোর ব্যাপারে সম্মতি দিয়েছে গুগল। ব্রিটেনের তথ্য সংরক্ষণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুসন্ধানের পর এই সিদ্ধান্তে এসেছে প্রতিষ্ঠানটি। অনুসন্ধানে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে গুগলের কার্যক্রম দুর্বোধ্য হিসেবে চিহ্নিত করার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে আরো জানানো হয়, ব্রিটেনের তথ্য বিষয়ক দপ্তরের (আইসিও) কমিশনারের পক্ষ থেকে গুগলকে একটি বিশেষ নীতিমালায় স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছে কদিন আগেই।এর ফলে জুলাইয়ের আগেই কাজকর্মে একটু বদল আনবে গুগল। একইসাথে, আগামী দুই বছরের মধ্যে তাদের বিস্তারিত কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হবে এই প্রভাবশালী ও জনপ্রিয় সংস্থা। তবে নতুন নীতিমালার কারণে যুক্তরাজ্যে গুগলকে কোনো অর্থদণ্ড দিতে হবে না। অবশ্য এর আগে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে ফ্রান্স ও স্পেনে জরিমানা গুণতে হয়েছিল গুগলকে।
তবে, ব্রিটিশ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবেই নিয়েছে গুগল। এই নীতিমালায় স্বাক্ষর করার কথা বলে গুগলের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এতেই খুশি যে আইসিও তাদের অনুসন্ধান সমাপ্তির ঘোষণা দিয়েছে।’
তথ্য সংরক্ষণ বিষয়টি নিয়ে গুগল এবং ইউরোপের তথ্য সংরক্ষণ নিয়ন্ত্রণকারীদের মধ্যে দ্বন্দ্বের শুরু ২০১২ সাল থেকে। গোপনীয়তা সংক্রান্ত প্রায় ৭০টি নীতিমালাকে একটিতে রুপান্তরিত করার পর থেকেই গুগলের কার্যক্রম সম্বন্ধে সতর্ক ও সন্ধিৎসু হয়ে ওঠে তারা। ব্যক্তিগত তথ্য সংরক্ষণে গুগলের কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার সাথে মিল ছিল না বলেই সতর্ক হয়ে ওঠে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পরই তারা গুগলকে এ বিষয়ে পরিবর্তন আনার জন্য তাগিদ দিতে থাকে এবং এর ফলে অবধারিতভাবে এক ধরনের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। গুগলকে ৯ লাখ ইউরো জরিমানা করে স্পেন, দেড় লাখ ইউরো জরিমানা করে ফ্রান্স। অন্য দেশগুলো এখনো অভিযোগের ব্যাপারটি নিয়ে ভাবছে।