সুন্দরী গাছ থেকে ডায়াবেটিসের ওষুধ!
ডায়াবেটিসের ওষুধ হতে পারে সুন্দরী গাছের পাতা ও শ্বাসমূল। নতুন এক গবেষণার ভিত্তিতে ভারতের বিজ্ঞানীরা দাবি করেছেন, সুন্দরী গাছের ভেষজ গুণ ব্যবহার করে ‘টাইপ টু ডায়াবেটিস’ সারিয়ে তোলা সম্ভব।
ভারতের সংবাদ মাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে রাজ্যের আর জি কার মেডিকেল কলেজ ও হাসাপাতালের গবেষকরা পাঁচ বছর ধরে সুন্দরবন ও সেখানকার মানুষের ওপর গবেষণা চালান। সুন্দরবনের ভারতীয় অংশের ওপর চালানো এ গবেষণায় নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির গবেষক অঞ্জন অধিকারী। গবেষণায় সুন্দরবনের সুন্দরীগাছের পাতা ও শ্বাসমূলের ভেষজ গুণের বিষয়টি জানা যায়।
গবেষক অঞ্জন অধিকারী জানান, সুন্দরবনে গবেষণা চলাকালে তাঁরা জানতে পারেন, সেখানকার মানুষ অসুখ হলে বনের গাছপালা থেকে ভেষজ ওষুধ বানিয়ে খায়। পরে আরো গবেষণায় জানা যায়, সুন্দরী গাছের পাতা ও শ্বাসমূলে ডায়াবেটিসরোধী অনেক ভেষজ উপাদান আছে। এই ভেষজ উপাদান ব্যবহার করে এমন ওষুধ তৈরি সম্ভব, যা টাইপ টু ডায়াবেটিস নিরাময়ে কার্যকর হতে পারে।
জি নিউজের খবরে আরো বলা হয়, সুন্দরী গাছ থেকে ডায়াবেটিস নিরাময়ের কার্যকরী ওষুধ তৈরির বিষয়ে শিগগিরই একটি পেটেন্ট করতে যাচ্ছেন ভারতের গবেষকরা ।