গুগল ডুডলে বসন্তের ছোঁয়া
যুক্তরাষ্ট্রে বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে নতুন ডুডল প্রকাশ করেছে গুগল। অ্যানিমেটেড এই গুগল ডুডলে ঠাঁই পেয়েছে কয়েকটি পাথর ও একটি গোলাপি পাতার গাছ।
গুগলের হোমপেজে গেলে দেখা যাচ্ছে অ্যানিমেশনটি। আর এর প্লে অপশনে ক্লিক করলে অ্যানিমেটেড ভিডিওটি দেখা যাবে।
ভিডিওটিতে দেখানো হয়েছে, গাছ ছাড়া পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। গাছ না থাকলে পৃথিবী পরিণত হবে মরুভূমিতে। আর গাছটি দিয়ে বোঝানো হয়েছে বসন্তের আগমনকে।
আগামী ৫ মে থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে গ্রীষ্মকাল। আর বসন্তের আগমনী জানাতে গুগলের পাশাপাশি অন্যান্য ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলোতেও বসন্ত বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুকের টাইমলাইনে ব্যবহারকারীদের মনে করিয়ে দেওয়া হচ্ছে বসন্ত চলে এসেছে।
যুক্তরাষ্ট্রে বসন্তের প্রথম দিনকে পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একে বলা হয় ভার্নাল ইকুউনক্স।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে নতুন নতুন ডুডল দিয়ে গুগল তাদের হোমপেজ সাজায়। আবার দেশভিত্তিক আলাদা আলাদা গুগল ডুডলও তৈরি করা হয়।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নতুন ইংরেজি বছর, বাংলা নববর্ষ, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল তৈরি করেছিল গুগল।

ফাহিম ইবনে সারওয়ার