এইচটিসি ওয়ান এম১০ ফ্ল্যাগশিপ আসবে ১২ এপ্রিল
তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি তাদের নতুন ফ্ল্যাগশিপ নিয়ে আসছে। এইচটিসি ওয়ান এম১০ নামে এই ফ্ল্যাগশিপ আগামী ১২ এপ্রিল উন্মুক্ত করা হবে।
এইচটিসির পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিউইয়র্ক, লন্ডন ও তাইপেতে একযোগে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে।
এই ফ্ল্যাগশিপটির আরেকটি নাম ‘পারফিউম’। এতে থাকবে ৫ দশমিক ২ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। সঙ্গে কোয়ালকম স্ন্যাগড্রাগন ৮০২ এসওসি। থাকবে ফিঙ্গারপ্রিন্ট রিডার।
ফ্ল্যাগশিপটিতে থাকবে অ্যানড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেম। তবে এটি চলবে এইচটিসির নিজস্ব সেন্স ৮.০ ইউআই অপারেটিং সিস্টেমে।
এইচটিসির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) চিয়ালিন চ্যাং বলেছেন, ‘এম ১০-এর ক্যামেরা অভিজ্ঞতা হবে সুখকর। এটি হবে ব্যবহারকারীর বাধ্যগত ক্যামেরা।’
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা না হলেও বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইটের আগাম খবরে বলা হয়েছে, এইচটিসি এম১০ ফ্ল্যাগশিপে থাকবে ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৭৭ রিয়ার ক্যামেরা।
রিয়ার ক্যামেরায় লেজার অটোফোকাসের সঙ্গে থাকবে ১.৫৫ ইউএম সেন্সর, ফেজ ডিটেকশন এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস)। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকবে ৫ মেগাপিক্সেলের আলট্রাপিক্সেল ক্যামেরা।
এইচটিসি এম১০ স্মার্টফোনটি সাদা-কালো, সাদা, সোনালি ও কালো—এই চার রঙে পাওয়া যাবে।

ফাহিম ইবনে সারওয়ার