নতুন স্মার্টফোন
মেইজু এম৩ নোট
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান মেইজু নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন এম৩ নোট। বাজারের অন্যান্য চীনা স্মার্টফোনগুলোর মতোই মেইজুর ফোনে রয়েছে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি।
গতকাল বুধবার নতুন স্মার্টফোনটি বাজারে ছেড়েছে মেইজু। আগামী সোমবার থেকে চীনে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন।
২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি আলাদা সংস্করণে স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়েছে।
২ জিবি র্যামের ফোনটির দাম ধরা হয়েছে ৭৯৯ চীনা ইয়েন আর ৩ জিবি র্যামের ফোনটির দাম ধরা হয়েছে ৯৯৯ চীনা ইয়েন।
অ্যানড্রয়েড ৫.১ ললিপপভিত্তিক ফ্লাইমি অপারেটিং সিস্টেমে চলবে মেইজু এম৩ নোট। এতে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) এলটিপিএস ডিসপ্লে। যার পিক্সেল ঘনত্ব ৪০৩ পিপিআই।
এতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি১০ এসওসি। রিয়ার ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেলের। ক্যামেরায় রয়েছে এফ/২.২ অ্যাপার্চার এবং পিডিএএফ অটোফোকাস। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের, যাতে রয়েছে এফ/২.০ অ্যাপার্চার।
আরো আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যাতে ব্যবহার করা হয়েছে এমটাচ ২.১ প্রযুক্তি। এর মাধ্যমে মাত্র ০.২ সেকেন্ডে ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে পারে। এতে রয়েছে ৪১০০ এমএএইচের ব্যাটারি।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন, ব্লুটুথ ৪.০, জিপিএস/এ-জিপিএস।
গ্রে, গোল্ড ও সিলভার এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।

ফিচার ডেস্ক