কেমন হবে গ্যালাক্সি এস৬
ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসার আগেই তা নিয়ে জল্পনা-কল্পনার রেওয়াজ প্রযুক্তির জগতে নতুন নয়। নির্মাতা প্রতিষ্ঠানের ঘোষণার আগেই পুরো মোবাইল ফোনের যান্ত্রিক বিবরণীও বেরিয়েছে বহুবার। কোরিয়ার স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ‘পরবর্তী’ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ নিয়ে এমন গল্পগুজব এরই মধ্যে হয়েছে প্রচুর। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট সিনেট এই অনুমান-সম্ভাবনা-কল্পনাগুলোকে বিশ্লেষণ করে দাঁড় করিয়েছে গ্যালাক্সি এস৬-এর সম্ভাব্য অবয়ব। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের ‘সম্ভাব্য’ ফোনটি সম্বন্ধে জেনে নিতে পারেন আগ্রহীরা।
মোবাইল ফোনটি এ বছরের কবে বাজারে আসবে মার্চ বা এপ্রিল মাসে তার ঘোষণা দিতে পারে স্যামসাং। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করার, কারণ গ্যালাক্সি এস৫-এর ঘোষণা গত বছর এই একই সময়ে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই ঘোষণা করা হয়েছিল। আবার ঘোষণার জন্য আলাদা কোনো অনুষ্ঠানেরও আয়োজন হতে পারে। কারণ, গ্যালাক্সি এস৪ এর উদ্বোধন হয়েছিল ২০১৩ সালের মার্চ মাসে, আলাদা একটি অনুষ্ঠানের মাধ্যমেই! চলুন জেনে নিই মোবাইল ফোনটির কয়েকটি ফিচারের কথা।
সিপিইউ
স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন যখন, তখন সেরা মানের সিপিইউয়ের আশা করতেই পারেন। এটি হতে পারে কোয়ালোকম স্ন্যাপড্রাগন ৮১০ কোয়াড-কোর প্রসেসর অথবা স্যামসাংয়ের নিজস্ব এক্সাইনোস ৭৪২০ প্রসেসর। তবে পূর্ববর্তী স্মার্টফোনগুলোর মতো এর ক্ষেত্রেও এলাকাভেদে প্রসেসর ভিন্ন হতে পারে।
পর্দা
বহুল প্রশংসিত গ্যালাক্সি নোট৪ এ রয়েছে আকর্ষণীয় অ্যামোলেড পর্দা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এই ফোনটিও। জোর গুজব রয়েছে যে এই পর্দার আকার হতে যাচ্ছে সাড়ে ৫ ইঞ্চি!
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ৫.০ ললিপপই এক্ষেত্রে সম্ভাব্য সংস্করণ। সম্ভাব্য এ কারণে বলা হচ্ছে যে, স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাচউইজও এখানে ব্যবহৃত হতে পারে বলে জোর গুজব রয়েছে।
কাঠামো
এটা অনুমান করা খুব বেশি কঠিন নয়। স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ৩, এ৫ এবং এ৭ এর কাঠামো থেকে অনুমান করা যায়; গ্যালাক্সি এস৬-এর কাঠামো হবে ধাতবনির্মিত। তবে যেহেতু ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কাজেই ধাতবের মান আর কাঠামোর নকশা যে বেশ অভিজাত হবে তা তো বলারই অপক্ষা রাখে না!
ক্যামেরা এবং ইত্যাদি
এ বছরের সিইএস প্রযুক্তি মেলায় দেখা গেছে, সব স্মার্টফোনেই ফ্রন্ট ক্যামেরা দুর্দান্ত। কারণটা স্বাভাবিক, দুনিয়া এখন সেলফি-জ্বরে ভুগছে। সুতরাং সময়ের দাবি মেনেই স্যামসাং এদিকে বিশেষ নজর দিচ্ছে এবং দিয়ে যাবে। গ্যালাক্সি এস৫ এবং গ্যালাক্সি নোট৪-এর ক্যামেরা যথেষ্ট সুনাম কুঁড়িয়েছে। এই ধারাবাহিকতা গ্যালাক্সি এস৬-এর ক্ষেত্রেও বজায় থাকবে বলে অনুমান করা যেতে পারে। অন্যান্য বিষয়েও এই সিরিজের আগের ফোনগুলোর ধরন থেকে নতুন কিছু এবং বর্তমানের হালনাগাদ প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে।