মনরো না আইনস্টাইন?
আপনার দৃষ্টিশক্তি কতটা ভালো? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক ড. অডে অলিভিয়ার একটি ছবিই দিতে পারে সে প্রশ্নের উত্তর। এই ছবি দেখার পরই নির্ধারণ করা যাবে, আপনার চশমা দরকার কি না।
অলিভিয়ার ওই ছবিতে একসঙ্গে দেখা যাবে বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও অভিনেত্রী মেরিলিন মনরোকে। এএসএসপিসায়েন্স নামে একটি ওয়েবসাইটে একটি ভিডিওতে এ ছবিটি আছে। ফক্স২নাউ এ নিয়ে একটি প্রতিবেদন করেছে।
এতে ছবির ব্যাখ্যায় বলা হয়েছে, আপনার দৃষ্টিশক্তি স্বাভাবিক হলে আইনস্টাইনকে দেখতে পাবেন। কিন্তু আপনি যদি মনরোকে দেখেন, তাহলে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
চশমা পরা ব্যক্তিরাও এ ছবিটি দেখে মজা পেতে পারেন। চশমা খুলে ছবিটি দেখলে একে ভিন্নরকম মনে হতে পারে। দূর থেকে দেখলে কিংবা ছবির আকার ছোট-বড় করলেও এর অর্থ ভিন্ন দাঁড়াতে পারে। যদি কেউ দূর থেকে দেখেন, তাহলে মনে হবে ছবিটি মনরোর। এটা এ কারণে যে, দূর থেকে দেখলে একটি ছবির সাধারণ অর্থ আবিষ্কার হয় আমাদের সামনে। কাছাকাছি গেলে ছবিটি সম্বন্ধে বিস্তারিত জানা যায়। তাই যে যত দূর থেকে দেখে ছবিটিতে আইনস্টাইনকে দেখতে পান, তাঁর দৃষ্টিশক্তি ততটাই ভালো।