ফেসবুকের চাহিদা কমবে না
অনলাইনে সামাজিক যোগাযোগের সংজ্ঞা ও ধরন পাল্টে দিয়েছে ফেসবুক। কয়েক বছর ধরে ফেসবুক মানুষের জীবনধারার অংশ হয়ে গেছে। ফেসবুককে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন ফ্যাশন, নতুন প্রযুক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে মেসেজিং অ্যাপ্লিকেশনের দৌরাত্ম্যের কারণে অনেকেই ভাবছিলেন, ফেসবুকের অস্তিত্ব বুঝি হুমকির মুখে।
তবে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বলা হয়েছে, এ ধারণা সম্পূর্ণ অমূলক। ফেসবুকের চাহিদা কখনোই কমবে না। জরিপে বলা হয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। যদিও ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সাইটগুলো জনপ্রিয়তা পাচ্ছে। তবে এসব বিষয়ে ফেসবুকের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, ২০১২ সালে এক হাজার কোটি ডলারের বিনিময়ে ইনস্টাগ্রামকে কিনে নিয়েছেন জাকারবার্গ।
এক হাজার কিশোর-কিশোরীর ওপর জরিপ চালিয়ে পিউ জানিয়েছে, এদের মধ্যে ৭১ শতাংশ ফেসবুক ব্যবহার করে। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ কিশোর-কিশোরী জানিয়েছে, তাদের দিনের অধিকাংশ সময়ই কাটে ফেসবুকে। এ ছাড়া ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটও রয়েছে তাদের পছন্দের শীর্ষে।
জরিপে অংশ নেওয়া বেশির ভাগ কিশোর-কিশোরী দুই থেকে তিনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয়। তবে এদের মধ্যে ২২ শতাংশ শুধু একটি সাইট ব্যবহার করে। ৬৬ শতাংশ ফেসবুক, ১৩ শতাংশ গুগল প্লাস, ১৩ শতাংশ ইনস্টাগ্রাম ও ৩ শতাংশ স্ন্যাপচ্যাট ব্যবহার করে।
তবে ৪৫ শতাংশ কিশোর ও ৩৬ শতাংশ কিশোরী বলছে, তারা ফেসবুকেই বেশি সময় কাটায়। এ ছাড়া টাম্বলারে কিশোররা সময় কাটাতে পছন্দ করে।
১৫ থেকে ১৭ বছর বয়সীরা ফেসবুকে বেশি সময় কাটায়। অন্যদিকে, ১৩ থেকে ১৪ বছর বয়সীরা ফেসবুকের পাশাপাশি অন্যান্য সাইটেও সময় কাটায়। জরিপে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের তথ্যমতে, গড়ে ফেসবুকে তাদের দেড়শ বন্ধু রয়েছে।

ফাহিম ইবনে সারওয়ার