ওবামার প্রথম টুইট!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর খবর পাওয়ার জন্য মুখিয়ে থাকে বিশ্বের সব গণমাধ্যম। নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। এবার শত ব্যস্ততার মধ্যেও নিজের উপস্থিতি জানান দিলেন টুইটারে। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম টুইটটি করেছেন ওবামা।
অ্যাকাউন্ট খোলার পাঁচ ঘণ্টার মধ্যেই ১০ লাখ ফলোয়ার পেয়ে গেছেন ওবামা। ফলোয়ারের সংখ্যা তড়তড়িয়ে বাড়ছে।
ওবামার ভেরিফাইড অ্যাকাউন্ট @POTUS থেকে দেওয়া প্রথম টুইটটি ছিল, ‘হ্যালো, টুইটার! আমি বারাক ওবামা। ছয় বছর পর তারা আমাকে নিজস্ব অ্যাকাউন্ট দিল।’
‘তারা’ মানে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট হলেও নানা সরকারি বিধিনিষেধ মনে চলতে হয় তাঁকে। তাই চাইলেও জনসমক্ষে নিজের মতামত প্রকাশ করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট।
২০০৮ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় ওবামার অনুসারীরা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোতে ওবামার পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে নিজের আইফোন দিয়ে প্রথম টুইটটি করেন ওবামা। তবে কথাবার্তা বলার জন্য তিনি ব্যবহার করেন অত্যন্ত সুরক্ষিত একটি ব্ল্যাকবেরি ফোন, যেটাতে কোনোভাবেই আড়িপাতা সম্ভব নয়।
এর আগেও অবশ্য ওবামা টুইট করেছিলেন। তবে সেগুলো তাঁর নিজের অ্যাকাউন্ট ছিল না। কখনো হোয়াইট হাউসের অ্যাকাউন্ট থেকে, আবার কখনো নিজের ক্যাম্পেইন টিমের অ্যাকাউন্ট থেকে।