টুইটারের আদলে ‘থ্রেড’ অ্যাপ মেটার, ৭ ঘণ্টায় ১ কোটি সাইন আপ

Looks like you've blocked notifications!
মেটার নতুন অ্যাপ থ্রেড এর প্রচ্ছদ। ছবি : এএফপি

মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের আদলে নতুন অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে থ্রেড নামের অ্যাপটি পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোরে। অ্যাপটি লঞ্চ করার প্রথম সাত ঘণ্টার মধ্যেই এক কোটি মানুষ এটিতে অ্যাকাউন্ট করেছে। খবর এএফপির

জানা গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে থ্রেডে। টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেওয়া ও শেয়ারের সুযোগ রয়েছে।

বুধবার অ্যাপটি চালু হওয়ার কয়েক ঘণ্টা পর মেটার সিইও মার্ক জাকারবার্গ তার অফিসিয়াল থ্রেড অ্যাকাউন্টে বলেন, ‘অ্যাপটি লঞ্চ হওয়ার প্রথম সাত ঘণ্টায় দশ মিলিয়ন (১ কোটি) ব্যবহারকারী থ্রেডস-এ সাইন আপ করেছেন।’

এর আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় ‘থ্রেড’ অ্যাপের লঞ্চ এর কথা জানান। তিনি বলেন, ‘ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে থ্রেড অ্যাপে সাইনআপ করতে পারবেন।’