ইইউ ও ব্রাজিলে চালু হলো গুগলের বার্ড

Looks like you've blocked notifications!
গুগলের লোগো। এএফপির ফাইল ছবি

টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের কৃত্তিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ড ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশ ও ব্রাজিলে চালু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) গুগল দুটি দেশের জন্য বার্ড উন্মুক্ত করেছে। খবর এএফপির।

জানা গেছে, ইইউর ২৭টি দেশ এবং ব্রাজিলসহ আরও ৫০টি দেশ থেকে গুগল বার্ড চালাতে পারছেন ব্যবহারকারীরা। চ্যাটবট বার্ডে এখন ব্যবহারকারীদের জন্য আরবি, চীনা, জার্মান, হিন্দি, স্প্যানিশসহ ৪০টিরও বেশি ভাষা উন্মুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাটজিপিটিকে পাল্লা দিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট বার্ড নিয়ে আসে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক ব্লগে বলেন, ‘আমাদের বৃহৎ ভাষা মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের পরিধিকে একত্রিত করতে চায় নতুন এআই চালিত চ্যাটবট বার্ড।’