চার দিনব্যাপী ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’ শুরু
ছবি : বাসস
উদ্ভাবনী, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক গুণাবলী এবং দেশপ্রেমে উজ্জীবিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক মানের শিশু উৎসব চলছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উৎসবটি শেষ হবে।
গত মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উৎসবটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক