রাজশাহীতে আজ বিকেলে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী শুরু হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪’ ও তথ্যপ্রযুক্তির প্রদর্শনী। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রযুক্তি মেলাটি শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজশাহীস্থ কাদিরগঞ্জ স্বপ্নচূড়া প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখা। ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট রাজশাহীর শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৭০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সমিতির রাজশাহী শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ আহবায়ক এএফ কাশেমী সোহেল সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি রাজশাহীস্থ কাদিরগঞ্জ স্বপ্নচূড়া প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ ও রাজশাহী তথ্যপ্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল ৩টায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ এম খায়রুজ্জামান (লিটন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্যকেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করবেন। এ ছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশেনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শাখার ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস.এম. মুসফিক-উস-সালেহীন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলামসহ প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হালনাগাদ সংস্করণের প্রযুক্তিপণ্য এবং স্মার্ট জীবনধারাভিত্তিক পণ্য ও সেবা প্রদর্শন করা হবে।
মেলায় দর্শনার্থীদের জন্য টিকেটের ওপর র্যাফেল ড্র’র আয়োজন থাকবে। এতে বর্তমান সময়ের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি পণ্য বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হবে। মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বিসিএস এর ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রদর্শনীতে স্কুল শিক্ষার্থী ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর টিপিলিংক-এক্সেল এবং ইউনিভিউ। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে আসুস- গ্লোবাল ব্র্যান্ড, সাউথবাংলা কম্পিউটার- টেনডা, এইচপি-স্মার্ট। সিলভার স্পন্সর হিসেবে থাকছে কম্পিউটার সল্যুশনস ইঙ্ক (পিসি পাওয়ার, ডিপকুল, ডি-লিংক, ডিটেক), মনটেক রিভেঞ্জের, এমএসআই, অরাস-গিগাবাইট। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি।