তবে কি উঁকি দিয়েছিল ফেসবুক?
তখন সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট। নানা কথায় মেতে ছিলেন তুষার ও রেজা। তারই এক পাশে বসে ছিলেন আদনান। কথা শুনছিলেন আর মাঝেমধ্যে হাতে থাকা মুঠোফোন অভ্যাসবশত তুলে নিচ্ছিলেন হাতে। এই অভ্যাস নোটিফিকেশন চেকের। হঠাৎই অবিশ্বাসী চোখ আটকে গেল তার ফোনের স্ক্রিনে। বিড়বিড় করে বলতে শুনলেন তুষার ও রেজা—ফেসবুকে নোটিফিকেশন আসছে।
কৌতুহলী তুষার ও রেজা। তারপরও তারা বললেন, ‘কোথাও ভুল হচ্ছে।’ আরও বললেন, ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) চালু থাকলে তো নোটিফিকেশন আসবেই।
যদিও একথায় আদনান নির্বিকার। ভাবলেশহীন তার চেহারায় এবার ফুটে ওঠে খুশির ঝিলিক। বললেন, না ভাই, আমি ভিপিএন ব্যবহার করি না। তার মানে, ফেসবুক চালু হয়েছে। যদিও ব্রডব্যান্ড সংযোগ রয়েছে মুঠোফোনে।
আদনানের কথা শুনেই খুশির ঝলক সবার চোখেমুখে। যে যার কম্পিউটার, মোবাইলে চেক করতে শুরু করলেন ফেসবুক। তারা তিনজনই না; পার্থ, পলাশও কানেক্ট হলেন ফেসবুকে। ‘হ্যাঁ, ফেসবুকে লগইন করা গেছে’, বললেন পার্থ।
মুহূর্তেই ব্রডব্যান্ড সংযোগ থাকা যার যার মুঠোফোন তুলে নিলেন অন্যরা। অনেকে বসে পড়লেন কম্পিউটারে। কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গেছে ফেসবুকে ঢোকার সুযোগ। আবার ফেসবুকে যারা নতুন করে লগইন করেছিলেন, তারাও আর লগ আউটের সুযোগ পাননি।
আজ শুক্রবার (২৬ জুলাই) এমনই এক ঝলক ফেসবুকের দেখা পেয়েছিলেন বলে দাবি এই যুবকদের। যদিও এখনও ভূতুড়ে কাণ্ড বলে মনে হচ্ছে তাদের কাছে। কারণ, গতকাল তারা শুনেছিলেন—বর্তমানে ইউটিউব চললেও ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ থাকবে।
ফেসবুক সংযোগ বিষয়ে যুবকদের এই দাবির পরিপ্রেক্ষিতে সব তথ্য সংক্ষেপে তুলে ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এ বিষয়টি জানি না।’ অন্য কোনো উপায় ব্যবহার না করে সরাসরি ফেসবুকে কানেক্ট হওয়া যাচ্ছে কি না প্রসঙ্গে তিনি বলেন, আমি যেহেতু দেখিনি, এখনই এ নিয়ে কিছু বলতে পারছি না।