ঘিবলি কী? হঠাৎ ভাইরাল কেন?

সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে তারকা থেকে সবাই নিজের ছবি দিয়ে অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করে পোস্ট করছেন নিজের ছবি। এ আই এর মাধ্যমে তৈরি এই ঘিবলি স্টাইলের ছবিগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে। কিন্তু আসলে কী এই ঘিবলি? এটি নিয়ে কেন এত আলোচনা? চলুন জেনে নেওয়া যাক।
স্টুডিও ঘিবলি (Studio Ghibli) হলো জাপানের বিশ্ববিখ্যাত অ্যানিমেশন স্টুডিও, যা অসাধারণ গল্প, চমৎকার ভিজ্যুয়াল, এবং হৃদয়স্পর্শী চরিত্রের জন্য পরিচিত।
‘ঘিবলি’ শব্দের অর্থ কী?
‘ঘিবলি’ শব্দটি এসেছে লিবিয়ার আরবি শব্দ থেকে, যার অর্থ উষ্ণ মরুভূমির বাতাস।
হঠাৎ এত ভাইরাল কেন?
ঘিবলি স্টাইল ভাইরাল হওয়ার কারণ ওপেন এআই এর নতুন ইমেজ জেনারেটর, যা ঘিবলি স্টাইলের অ্যানিমেশন তৈরি করতে পারে। সাধারণ মানুষ থেকে তারকা সবাই এআই টুল ব্যবহার করে নিজের ঘিবলি স্টাইলে রূপান্তরিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। ফলে এটি নিয়ে আলোচনা বেড়েছে। তাই আপনিও কি নিজের ঘিবলি স্টাইল ছবি তৈরি করেছেন? না করে থাকলে, এখনই ঘিবলি স্টাইলে নতুন ইমেজ জেনারেট করুন।