অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার কেনার সহজ সুযোগ

দেশে যোগাযোগ কার্যক্রমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারি অনুমোদিত ও বৈধ যোগাযোগ যন্ত্র সরবরাহে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেড করপোরেশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে এখন অনলাইনে ওয়াকিটকি, রিপিটার এবং সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ কেনা যাচ্ছে সহজে।
গ্রাহকেরা সম্পূর্ণ লিগ্যাল লাইসেন্স প্রক্রিয়ায় এসব পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন, যেখানে রয়েছে নানা সুবিধা ও সাশ্রয়ী মূল্য।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওয়াকিটকি ও রিপিটার পাওয়া যাচ্ছে। এর মধ্যে জনপ্রিয় মডেলগুলো হলো—Yanton-245, Yanton-328, Motorola GP-128, Motorola EVX-261, Aircom-379L, Dcom-300, Baofeng BF-888S, Aircom AC-245 এবং Aircom AC-379L Plus SBR।
এই ডিভাইসগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল নয় এবং দীর্ঘ রেঞ্জ কভারেজের কারণে ইভেন্ট অর্গানাইজার, সিকিউরিটি এজেন্সি, রেস্টুরেন্ট, হাসপাতাল, কারখানা ও নির্মাণ সাইটে ব্যবহারের জন্য উপযোগী।
এগুলোর শক্তিশালী ব্যাটারি সারাদিন অবিচ্ছিন্নভাবে কাজ করার সক্ষমতা রাখে।
ডিজিটাল ট্রেড করপোরেশনের ওয়েবসাইটে ওয়াকিটকির পাশাপাশি অ্যান্টেনা, ব্যাটারি, হেডসেটসহ বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছে। এ ছাড়া সেফটি আইটেম হিসেবে হেলমেট, গ্লোভস, গগলস, সেফটি জুতা, বেল্ট ও মেটাল ডিটেকটরও রয়েছে সাইটে।
সরকারি অনুমোদন সাপেক্ষে যে কেউ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবেন। সাইটের ঠিকানা: www.digitaltradecorporation.com