এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটিতে একসাথে অনার ও বিওয়াইডি
বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি ও স্বনামধন্য এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার এক কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো এআই প্রযুক্তি ও কানেক্টিভিটির সমন্বয়ের মাধ্যমে স্মার্ট মোবিলিটি অভিজ্ঞতা উন্নয়ন।
অংশীদারিত্বের আওতায় অনারের ভেহিকেল কানেক্টিভিটি সল্যুশন ও বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম একীভূত করা হবে। এতে ব্যবহারকারীরা এআই-নির্ভর আরও স্মার্ট, দ্রুত ও নিরাপদ পরিবহন সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনারের প্রধান নির্বাহী জেমস লি ও বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়্যাং চুয়ানফু।
অংশীদারিত্বের তিনটি মূল ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে-মূল প্রযুক্তির উন্নয়ন, ইকোসিস্টেম ইন্টিগ্রেশন এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা বৃদ্ধি। প্রতিষ্ঠান দু’টি ক্রস-ডিভাইস ইন্টিগ্রেশন, এআই এজেন্ট ইন্টিগ্রেশন ও ব্লুটুথভিত্তিক গাড়ির চাবি প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
অনারের প্রধান নির্বাহী জেমস লি বলেন,‘বিওয়াইডির সঙ্গে অংশীদারিত্বের মূল লক্ষ্য স্মার্ট মোবিলিটি উন্নয়ন। একসাথে আমরা প্রযুক্তিগত অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মোবিলিটি এক্সপেরিয়েন্স ইকোসিস্টেম তৈরিতে কাজ করব, যা স্মার্ট লিভিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।’
অনার ও বিওয়াইডি ২০২৩ সালে এনএফসি প্রযুক্তিনির্ভর ডিজিটাল কার কী তৈরিতে প্রথম অংশীদার হয়। ২০২৪ সালে তারা ইন-ভেহিকল ফাস্ট চার্জিং প্রযুক্তি ও অনার কার কানেক্ট চালু করে, যা বর্তমানে ডেনজা গাড়িতে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে বিওয়াইডির অন্যান্য ব্র্যান্ডেও এই প্রযুক্তি যুক্ত করা হবে।
নতুন অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান ফোন-টু-কার কানেক্ট ও ডিজিটাল কী-এর মতো আরও উন্নত ফিচার চালুর পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের গাড়ি ব্যবহারে আনবে নতুন সুবিধা, নিরাপত্তা ও স্মার্ট অভিজ্ঞতা।

                  
                                                  এনটিভি অনলাইন ডেস্ক