বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান
শাওমির সেরা ৬ অংশীদারের একজন ডিএক্স গ্রুপের দেওয়ান কানন
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড শাওমি তাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের গ্লোবাল কনফারেন্স-২০২৫ অনুষ্ঠান আয়োজন করেছে। যেখানে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কাননকে সম্মাননা প্রদান করা হয়েছে। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া এই গ্লোবাল কনফারেন্সে শাওমির বৈশ্বিক অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করেন তিনি।
শাওমির গ্লোবাল সিএফও অ্যালাইন ল্যাম দেওয়ান কাননের হাতে এই পুরস্কারটি তুলে দেন।
বাংলাদেশে শাওমির বৈশ্বিক সাফল্য ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বজুড়ে মাত্র ছয়জন অংশীদারকে এই গুরুত্বপূর্ণ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন একমাত্র বাংলাদেশি হিসেবে এই সম্মান অর্জন করেছেন।
এই অর্জন বাংলাদেশের প্রযুক্তি খাতকে বিশ্ব মঞ্চে ক্রমবর্ধমানভাবে তুলে ধরার পাশাপাশি ডিএক্স গ্রুপের উদ্ভাবন, অংশীদারীত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতি নিরলস প্রতিশ্রুতির প্রমাণ বহন করে।
এই গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে দেওয়ান কানন তার প্রতিক্রিয়ায় বলেন ‘শূন্য থেকে শুরু করে, যখন শাওমি এদেশে একটি নতুন নাম ছিল, তখন আমাদের টিম এবং পার্টনার'রা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে এমআই ফ্যানদের সঙ্গে আস্থার ভিত্তি তৈরি করেছে। এই অর্জনটি শাওমি ফ্যানদের ভালোবাসা, টিম ও পার্টনারদের অধ্যবসায় এবং সবার সম্মিলিত শক্তির প্রতীক।’
তিনি আরও বলেন, এই অর্জনটি ডিএক্স গ্রুপের প্রতিটি সহকর্মী, পার্টনার ও শাওমি ফ্যানদের উৎসর্গ করছি, যারা এই সফল যাত্রার অংশ ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এনটিভি অনলাইন ডেস্ক