এআইওটি ক্যামেরা নিশ্চিত করবে স্মার্ট সিকিউরিটি, দেশে এলো ইমিল্যাব
ঘরোয়া ও দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিতে স্মার্ট সিকিউরিটি সল্যুশনের চাহিদা বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের বাজারে এসেছে স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইমিল্যাব। ব্র্যান্ডটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির এআইওটি ইকোসিস্টেমের অংশ।
বাংলাদেশে ইমিল্যাবের যাত্রা উপলক্ষে ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ৮টি আইপি ক্যামেরা মডেল উন্মোচন করা হয়েছে। এ সময় ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণ ও উন্নত মানের পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে ইমিল্যাব।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে টেকসই ও মানসম্মত পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে প্রতিটি গ্যাজেটের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই মানের কারণেই আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
দেশীয় পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, বর্তমানে শুধু স্মার্ট ডিভাইস বা গ্যাজেট নয়, নিরাপত্তাও বড় একটি বিষয়। এ বিষয়টি বিবেচনায় রেখেই পণ্য তালিকায় হোম সিকিউরিটি সল্যুশন যুক্ত করা হয়েছে। আধুনিক ফিচার, সাশ্রয়ী মূল্য ও বিশ্বস্ততার কারণে ইমিল্যাবের ক্যামেরাগুলো বাজারে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাচ্ছে।
ইমিল্যাবের সব ক্যামেরা শাওমির মি হোম অ্যাপের মাধ্যমে পরিচালনাযোগ্য। একই সঙ্গে ডিভাইসগুলো অ্যামাজন অ্যালেক্সা, গুগল হোম, শাওমি হোম ও হাইপারওএস কানেক্টের সঙ্গে নির্বিঘ্নে কাজ করে।
বিশ্বের দেড় শতাধিক দেশে কার্যক্রম পরিচালনাকারী ইমিল্যাবের এই নতুন আটটি স্মার্ট ক্যামেরা মডেল বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপত্তায় দেবে বাড়তি সুরক্ষা। বাংলাদেশের বাজারে স্মার্ট সিকিউরিটি সল্যুশন হিসেবে ইমিল্যাব ব্র্যান্ডের পণ্য আনছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।

এনটিভি অনলাইন ডেস্ক