গবেষণায় চাঞ্চল্য: গ্রোকের এআই ১১ দিনে তৈরি করেছে লাখো যৌনায়িত ছবি
এলন মাস্কের মালিকানাধীন এক্সএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক মাত্র ১১ দিনে আনুমানিক ৩০ লাখ যৌনায়িত ছবি তৈরি করেছে-যার মধ্যে প্রায় ২৩ হাজার ছবি শিশুদের বলে দাবি করেছে একটি গবেষণা সংস্থা।
এনগ্যাজেট এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ) গত বৃহস্পতিবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৯ জানুয়ারি পর্যন্ত গ্রোক যে প্রায় ৪৬ লাখ ছবি তৈরি করেছে, সেখান থেকে ২০ হাজার ছবির নমুনা বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, ওই সময়ে প্রতি মিনিটে গড়ে ১৯০টি যৌনায়িত ছবি তৈরি করেছে গ্রক। এর মধ্যে প্রায় প্রতি ৪১ সেকেন্ডে একটি করে শিশুদের যৌনায়িত ছবি তৈরি হয়েছে বলে অনুমান করা হয়েছে।
সিসিডিএইচ তাদের গবেষণায় ‘যৌনায়িত ছবি’ বলতে এমন সব এআই-নির্মিত ছবি বোঝানো হয়েছে, যেখানে বাস্তব মানুষের শরীরকে যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গি, পোশাক বা প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। তবে এসব ছবি ব্যবহারকারীর দেওয়া নির্দেশনার ফল নাকি এআই নিজেই সেগুলো তৈরি করেছে-সে পার্থক্য এই গবেষণায় আলাদা করে উল্লেখ করা হয়নি।
গবেষণায় আরও বলা হয়, নমুনায় পাওয়া শিশুদের যৌনায়িত ছবির প্রায় ২৯ শতাংশ তখনও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দৃশ্যমান ছিল। এমনকি কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পরও সংশ্লিষ্ট ছবিগুলো সরাসরি লিংকের মাধ্যমে দেখা যাচ্ছিল।
এর আগে, ৯ জানুয়ারি গ্রোকের ছবি সম্পাদনার সুবিধা সীমিত করে এক্স কর্তৃপক্ষ এবং ১৪ জানুয়ারি বাস্তব মানুষের ছবি থেকে পোশাক অপসারণের মতো ফিচার বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে সিসিডিএইচ-এর দাবি, এক্সের বাইরে থাকা স্বতন্ত্র গ্রোক অ্যাপ এখনো এসব ছবি তৈরি করতে সক্ষম।
গবেষণা প্রকাশের পরও অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে গ্রোক অ্যাপ সরানো হয়নি। যদিও তাদের নীতিমালায় এ ধরনের কনটেন্ট স্পষ্টভাবে নিষিদ্ধ। এ বিষয়ে নারী অধিকার সংগঠনসহ ২৮টি সংগঠন যৌথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত অ্যাপল ও গুগল কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও অ্যাপল, গুগল ও এক্স কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট।

ফিচার ডেস্ক