চলুন যাই আমড়ার রাজ্যে
দক্ষিণাঞ্চলের মাটি ও পানি আমড়া চাষের জন্য বেশ উপযোগী। ভিমরুলী, জিন্দাকাঠী, কুরিয়ানাসহ আশেপাশে শতশত একর এলাকায় সুস্বাদু আমড়ার ফলন হয় সবচেয়ে বেশি। বলা চলে সারা দেশের আমড়ার চাহিদার প্রায় ৮০ ভাগ মেটায় এ অঞ্চলের চাষিরা।
চলতি মৌসুমে গত দু’তিন বছরের তুলনায় আমড়ার ফলন অনেক ভালো হয়েছে। সুস্বাদু আর সুখ্যাতির কারণে কৃষকরা তাদের চাহিদামতো দামও পাচ্ছেন। আমড়া অর্থকরী ফল হিসেবে জায়গা করে নিয়েছে চাষিদের মাঝে। এটি চাষ করে জেলার বিভিন্ন উপজেলার চাষিরা বেশ ভালো আয় করছেন। স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে সুস্বাদু বরিশালের আমড়া।
আমড়ার প্রধান বাজার ভিমরুলী, জিন্দাকাঠী ও আদমকাঠী হলেও পুরো খালে ছোট ছোট নৌকা ও পাইকারদের ট্রলারের আনাগোনা দেখতে পাওয়া যায়। ভাসমান বাজারের এমন বিকিকিনি দেখতে এবং জালের মতো ছড়ানো খালের সৌন্দর্য্য উপভোগ করতে সারাদেশ থেকে পর্যটক বেড়াতে আসেন। পেয়ারার মৌসুম শেষে ভাসমান বাজারে এখন রাজত্ব করছে সুস্বাদু আমড়া। তাই দর্শনার্থীদের অতিরিক্ত চাপ কমে যাওয়াতে ব্যাকওয়াটার ভ্রমণের এখনই উপযুক্ত সময়।
যাতায়াত
ঢাকা থেকে লঞ্চ কিংবা বাসে বরিশাল আসতে হবে। বরিশাল থেকে বাস কিংবা মাহিন্দ্রা করে বানারীপাড়া ট্রলারঘাট কিংবা স্বরুপকাঠি ট্রলারঘাট যেয়ে সারাদিনের জন্য ট্রলার (ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা) নিয়ে ঘুরতে পারেন। একটি ট্রলারে ২০/২৫ জন ঘুরতে পারে।
থাকা-খাওয়া
পর্যটকদের থাকা-খাওয়ার সু-ব্যবস্থাসহ সম্প্রতি জিন্দাকাঠী এলাকায় পেয়ারা বাগানের মধ্যেই গড়ে উঠেছে "ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড্ পিকনিক স্পট (পেয়ারা পার্ক)"। এছাড়াও স্থানীয় রেস্টুরেন্টে খাওয়ার ব্যাবস্থা রয়েছে।