আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
আকস্মিক ঝড় ও ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির একাধিক এলাকা। ছবি : সংগৃহীত

আকস্মিক ঝড় ও ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির একাধিক এলাকা। গতকাল সোমবার রাতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঝড়। বাড়ির একাংশ ধসে ও গাছ ভেঙে পড়ে দুজন মারা গেছেন।

মধ্য দিল্লির জামা মসজিদ এলাকায় ৫০ বছর বয়সি একজন মারা গেছেন। তিনি তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন তখন প্রবল বাতাসে পার্শ্ববর্তী বাড়ির বারান্দার একটি অংশ তাঁর উপর এসে পড়লে এ ঘটনা ঘটে।

এদিকে, উত্তর দিল্লির আঙ্গুরি বাগ এলাকায় বীমর বাবা নামে ৬৫ বছর বয়সি এক গৃহহীন ব্যক্তি মারা গেছেন। তাঁর উপর গাছ ভেঙ্গে পড়লে তাঁর মৃত্যু হয়।

সোমবার সন্ধ্যার পর হঠাৎ ঝড় শুরু হয়। দিল্লির রাস্তায় আছড়ে পড়ে অনেক গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে ক্ষতি হয়েছে নতুনদিল্লি এবং মধ্য দিল্লির।

দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী।