আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শনাক্ত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ নতুন করে দুইজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পারস্য উপসাগরীয় আরব দেশটিতে এই নিয়ে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগীর একজন ৩৪ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক। অপরজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি। ওই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত এক চীনা রোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছে আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত দুই ব্যক্তির শারীরিক অবস্থা অবস্থায় স্থিতিশীল বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিমান যোগাযোগের অন্যতম আন্তর্জাতিক কেন্দ্র এবং বৈশ্বিক পর্যটন ও বাণিজ্যিক ভূমি হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের ২৮ জানুয়ারি সর্বপ্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। একটি চীনা পরিবারের চার সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
ওই ঘটনার পর থেকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় আরব আমিরাত। তবে চীনের রাজধানী বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ চালু রাখে দেশটি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তির পর এখন পর্যন্ত চীনে দুই হাজার ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন গবেষণায় দেখা গেছে, যতটা ধারণা করা হয়েছিল করোনাভাইরাস তার চেয়ে বেশি সংক্রামক। এমন পরিস্থিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক।