‘আরো দক্ষ, শক্তিশালী ও বিপজ্জনক’ হয়ে উঠছে আইএস
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী তাদের দখলদারিত্ব হারিয়েছে বছর দুয়েক হলো। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, নতুন উদ্যমে ইরাকে পুনর্গঠিত হচ্ছে আইএস। কুর্দি ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ইরাকে আইএসের হামলার সংখ্যা দিন দিন বাড়ছে।
কুর্দি সন্ত্রাস-দমনবিষয়ক শীর্ষ কর্মকর্তা লাহুর তালাবানির মতে, আইএস জঙ্গিরা বর্তমানে আল-কায়েদার চেয়ে আরো দক্ষ ও বিপজ্জনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লাহুর তালাবানি বলেন, ‘তাদের (আইএস) কাছে এখন আরো উন্নতমানের প্রযুক্তি ও উন্নত কৌশল এবং প্রচুর অর্থ রয়েছে। তারা যানবাহন, অস্ত্রশস্ত্র, খাদ্য ও যন্ত্রপাতি ক্রয় করতে সক্ষম।’
‘প্রযুক্তির দিক থেকে তারা এখন আরো দক্ষ। তাদের বিতাড়ন করা এখন আরো কঠিন। তাই এই আইএসকে শক্তি বৃদ্ধির ওষুধ খাওয়া আল-কায়েদার সঙ্গে তুলনা করা যায়,’ যোগ করেন লাহুর তালাবানি।
ইরাকি কুর্দিস্তানের দুটি গোয়েন্দা সংস্থার একটি হলো জানইয়ারি এজেন্সি। লাহুর তালাবানি এই সংস্থার প্রধান। তালাবানি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, (আইএসের) তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে, তারা এরই মধ্যে পুনর্গঠন প্রক্রিয়া শেষ করে ফেলেছে।’
লাহুর তালাবানি বলেন, নতুন রূপে আবির্ভূত হয়েছে আইএস। এই আইএস ভূখণ্ড দখল করে প্রতিপক্ষের লক্ষ্যে পরিণত হতে চায় না, বরং তাদের উত্তরসূরি আল-কায়েদার পথ অনুসরণ করে ইরাকের হামরিন পর্বতমালায় লুকিয়ে রয়েছে আইএস জঙ্গিগোষ্ঠী।
লাহুর তালাবানি বলেন, ‘এখন হামরিন পর্বতমালাই আইএসের আস্তানা। এই পর্বতমালা অনেক দীর্ঘ। ইরাকি সেনাদের পক্ষে তাদের (আইএস) নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে। এই পর্বতমালায় অসংখ্য লুকানোর জায়গা ও গুহা রয়েছে।’
আইএসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন কুর্দিশ এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। লাহুর তালাবানি বলেন, ইরাকের রাজধানী বাগদাদের চলমান অসন্তোষে লাভবান হতে পারে আইএস। পাশাপাশি এ অঞ্চলের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সুন্নিদের কোণঠাসা হওয়ার ফায়দা তুলতে পারে আইএস।
লাহুর তালাবানি বলেন, ‘রাজনৈতিক অসন্তোষ থাকলে আইএসের জন্য বরাবরই সুবিধা হয়।’