আল-আকসার দুই ইমামকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার অভিযোগ

Looks like you've blocked notifications!
আল-আকসা মসজিদের ইমাম শেখ একরেমা সাবরি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের দুজন ইমামকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেলইস্ট মনিটর  জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

আল-আকসা মসজিদের ইমাম শেখ একরেমা সাবরি সাংবাদিকদের জানান, ‘গত শুক্রবার জুমার নামাজের খুৎবায় সহিংসতার উসকানি দেওয়ার’ অভিযোগে ইসরায়েলি পুলিশ তাঁকে আটক করে। এরপর তাঁকে আল-কাশেলেহ পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি করেন আল-আকসা মসজিদের ইমাম। 

সাবরি বলেন, ‘ইসরায়েলি পুলিশ আমাকে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাকে আগামী শনিবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে।’ সাবরি আরো জানান, পুলিশ তাঁকে এও জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হতে পারে।

এর আগে গত রোববার ইসরায়েলি বাহিনী সাবরির বাড়িতে অভিযান চালায়। এসময় ইসরায়েলি বাহিনী তাঁর হাতে থানায় হাজিরা দেওয়ার নির্দেশনাপত্র ধরিয়ে দেয়। ওই নির্দেশনাপত্রে বলা হয়, তদন্তের জন্য সাবরিকে থানায় যেতে হবে।

এদিকে ওয়াদি আল-হালওয়া তথ্য কেন্দ্র জানিয়েছে, আল-আকসা মসজিদের আরেক ইমাম শেখ আহমেদ আবু গাজালেহকেও মসজিদে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি বাহিনী।