ইথিওপিয়ায় কিন্ডারগার্টেনে বিমান হামলা, ইউনিসেফের নিন্দা

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

ইথিওপিয়ায় কিন্ডারগার্টেনে বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। দেশটির টিগরে অঞ্চলের একটি কিন্ডারগার্টেন বিমান হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত চারজন প্রাণ হারিয়েছে। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক কেথেরিন রাসেল শনিবার এক টুইটে বলেন, ‘ইথিওপিয়ার টিগরের রাজধানী মেকেলেতে পরিচালিত ওই বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ওই হামলায় একটি কিন্ডারগার্টেন আঘাতপ্রাপ্ত হয়। এতে বেশ কয়েকজন শিশু নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়।’

শুক্রবার বিদ্রোহী অধ্যুষিত এ অঞ্চলে বিমান হামলার ঘটনা ঘটে।