ইরাকে বিদেশি সৈন্য থাকবে না, পার্লামেন্টে প্রস্তাব পাস

Looks like you've blocked notifications!

বিদেশি কোনো সেনাবাহিনী যাতে ইরাকের মাটি, বায়ু ও পানি ব্যবহার করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা।

ইরাকের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পাস হওয়ায় প্রস্তাবে বলা হয়েছে, ‘বিজয় অর্জিত হওয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক জোটের সহায়তা আর প্রয়োজন নেই।’

জার্মান বার্তা সংস্থা ডয়েচ ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, পার্লামেন্টে পাস হওয়া রেজল্যুশন আইনের মতো মানতে বাধ্য নয় সরকার। কিন্তু এই প্রস্তাবে সকলের সায় থাকায় তা কার্যকর হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল অবদুল মাহদি অধিবেশন শুরুর আগে নিজেই পার্লামেন্টকে আহ্বান জানিয়েছেন ইরাকে বিদেশি সেনার উপস্থিতি বন্ধে কার্যকর ভূমিকা রাখার।

মাহদি বলেন, ‘আমরা এর ফলে অভ্যন্তরীণ ও বাইরের নানা সমস্যার সম্মুখীন হতে পারি, কিন্তু এটিই হবে ইরাকের জন্য সমচেয়ে ভালো সিদ্ধান্ত।’

ইরানের জেনারেল সোলেইমানির হত্যাকান্ডের কয়েকদিনই পরই ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব ওঠে।

কোনো কারণেই যেন বিদেশী সৈন্যরা ইরাকের আকাশ, স্থল ও জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় ঐ প্রস্তাবে।

ইরাকে বর্তমানে আমেরিকার প্রায় ৫,০০০ সৈন্য রয়েছে।