ইরানের সঙ্গে যুদ্ধ ক্ষমতায় ট্রাম্পের লাগাম টানতে সিনেটে বিল পাস
কংগ্রেসের অনুমোদন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাধাতে না পারেন সে লক্ষ্যে তাঁর দলের সিনেট সদস্যরাই একটি বিল পাস করেছেন।
এই বিলের ফলে যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আরো কম নিরাপদ হয়ে যাবে বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই ৫৫/৪৫ ভোটে সিনেটে বিলটি পাস হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি হোয়াইট হাউসে গেলে ট্রাম্প ভেটো মারতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে জানুয়ারিতে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘোষণা দেওয়ার পর প্রতিনিধি পরিষদে এই বিলের একটি খসড়া পাস হয়।
গত বুধবার ট্রাম্প এক টুইটে বলেন, ‘এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যুক্তরাষ্ট্রের সিনেট যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা (কমানোর) বিলটি পাস না করে। আমরা ইরান বিষয়ে ঠিক কাজটিই করছি, আর এখন দুর্বলতা প্রকাশের সময় নয়। আমার হাত বেঁধে ফেললে ইরান একদিন ঠিক ফাঁকা মাঠ পেয়ে যাবে, যা খুবই বাজে একটি বার্তা দেবে। রিপাবলিকান পার্টিকে খাটো করতে ডেমোক্র্যাটরা এটা করছে।’
এই বিলের ফলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে প্রস্তুত রাখা সেনাদেরকে সরিয়ে আনতে হবে। কংগ্রেস ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে বা ইরানের বিপক্ষে সেনা ব্যবহারে সুনির্দিষ্ট বিল পাস না করলে, মার্কিন সেনাদের মোতায়েন করতে পারবেন না ট্রাম্প। তবে আসন্ন হামলা ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হলে, তা এই বিধিনিষেধের মধ্যে পড়বে না। আসলে আগবাড়িয়ে যুদ্ধ বাধানো ঠেকাতে চান সিনেটররা।
গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইরান বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। এরপর থেকে দুটি দেশই ইরাক সিরিয়ায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করে আসছে। যেকোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে বলে চারদিকে রবও ওঠে।