ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারাল ফিলিস্তিনি শিশু (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলি আঘাত হানে এক ফিলিস্তিনি শিশুর চোখে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকরা বলেছেন, ওই শিশু তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। অর্থাৎ ফিলিস্তিনি এই শিশু আর কখনোই তার বাম চোখে দেখতে পাবে না।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারানো ওই ফিলিস্তিনি শিশুর নাম মালেক ইসা। তার বয়স ৮ বছর।

জানা গেছে, তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরায়েলি বাহিনীর গুলি মালেক ইসা নামে এই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।