ইসরায়েলি সীমান্তে সোলেইমানির ভাস্কর্য স্থাপন (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির একটি ভাস্কর্য নির্মাণ করে তা লেবানন-ইসরায়েল সীমান্তে স্থাপন করেছে হিজবুল্লাহ আন্দোলন।

সম্প্রতি ভাস্কর্যটি উন্মোচন উপলক্ষে মারুন আল-রাস শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলিদের প্রতি নজর রাখতে সেখানে একটি পর্যবেক্ষণ চৌকিও স্থাপন করেছে হিজবুল্লাহ।

ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে শত শত লোক উপস্থিত হয়েছেন বলে মিডল ইস্ট মনিটরের খবরে জানা গেছে।

কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়, একটি বিশাল কার্ডবোর্ড কেটে এই ভাস্কর্য বানানো হয়েছে। এটির পাশেই একটি ফিলিস্তিনি পতাকা উড়তে দেখা গেছে। তার হাত ইসরায়েলের দিকে নিশানা করা অবস্থায় রয়েছে।

এর অর্থ হচ্ছে, হিজবুল্লাহ ও ইরানের লক্ষ্য হচ্ছে ইসরায়েলি দখলদারত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করা।