ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইসরায়েল সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে ইয়াকোভ করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।খবর : টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ৭১ বছর বয়সী মন্ত্রী ও তাঁর স্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল। তাঁরা আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিতে শুরু করেছেন।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হন। উপদেষ্টার করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুও কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইসরায়েলি দৈনিক হারেৎজ সোমবার এ খবর জানায়।

ইসরায়েলে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার ৯২ জন। আক্রান্তদের মধ্যে ২৬ জন মারা গেছেন। এ ছাড়া সুস্থ হয়েছেন ২৪১ জন।