ইসরায়েলে হানা দিয়েছে করোনাভাইরাস

Looks like you've blocked notifications!

বিশ্বব্যাপী নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। তা ছাড়া আক্রান্ত রোগীর সংখ্যাও এরইমধ্যে কয়েক হাজার অতিক্রম করেছে।

এ দিকে চীন থেকে ফেরা একাধিক ইসরায়েলি ব্যক্তির শরীরে অজ্ঞাত এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে অনুমান করছে ইসরায়েল।

দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সন্ধেহে তিন ইসরায়েলি ব্যক্তি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাঁদের অন্য রোগীদের থেকে আলাদা করে পরীক্ষা করে চিকিৎসা দিচ্ছেন।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের আতঙ্কে চীন থেকে ফেরা সব যাত্রীকে শারীরিক পরীক্ষা শেষে বিমানবন্দর ত্যাগ করতে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে সন্দেহ হওয়া মাত্রই দ্রুত অন্যদের থেকে আলাদা করে রাখা হয়।

এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন একটি হাসপাতাল নির্মাণ শুরু করেছে চীন। মাত্র ১০ দিনের মধ্যে হাসপাতালটি রোগীদের চিকিৎসা দেওয়ার উপযোগী হয়ে উঠবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।