ইসরায়েল আগুন নিয়ে খেলছে : জর্ডানের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!

জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল রাজ্জাজ ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল আগুন নিয়ে খেলা করছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি নেতারা দাবি করছে, জর্ডান ফিলিস্তিনের অংশ। সুতরাং ফিলিস্তিনিদের উচিত জর্ডানে চলে যাওয়া।

ইসরায়েলি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওমর বলেন, মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েলের এ বক্তব্য ভয়ংকর।

ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্কের ব্যাপারে অমর বলেন, ইসরায়েলের একপেশে পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। জর্ডান উপত্যকা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্কের টানাপড়েন চলছে।

এর আগেও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আস-সাফাদি ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন।

বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, পশ্চিম তীরের ৩০ শতাংশ ইসরায়েলকে সঁপে দেওয়া, ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে বাধা দেওয়াসহ ফিলিস্তিনিদের পুরোপুরি নিরস্ত্র করা তথাকথিত ওই ডিল অব দ্য সেঞ্চুরির আসল উদ্দেশ্য।