ইয়েমেনে বন্দি বিনিময়কে স্বাগত জানালেন জাতিসংঘ প্রধান

Looks like you've blocked notifications!
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি : রয়টার্স

আলোচনা বৈঠকের পরেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো বন্দি বিনিময় হয়েছে। উভয় পক্ষের প্রায় ৯০০ বন্দিকে মুক্তি ও বিনিময় করা হয়েছে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) গুতেরেসের মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

গুতেরেস মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘মহাসচিব ইয়েমেনে জাতিসংঘবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে সুর মিলিয়ে আজ সংঘাত সম্পর্কিত বন্দিদের মুক্তিদানের কার্যক্রম শুরুকে স্বাগত জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।’

দুজারিক বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির তত্ত্বাবধায়ক কমিটির শেষ বৈঠকে বিভিন্ন দলের সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এসব বন্দি বিনিময় করা হচ্ছে। বৈঠকটি গত মার্চে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়।’

আরও বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে দলগুলো মে মাসে আবারও বৈঠকে বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।