এবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে : ইরাকের প্রধানমন্ত্রী
ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করার কারণে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদি।
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে শুক্রবার ভোরে মার্কিন বিমান হামলায় জেনারেল সোলেইমানি ও হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহাদিস নিহত হন।
ইরাকি প্রধানমন্ত্রী এ হামলাকে দেশটির বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। তিনি কঠোর ভাষায় বলেন, ইরাকি সামরিক কমান্ডারকে সরকারি ঘাঁটিতে হত্যা করা দেশটির বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছু নয়। এ আগ্রাসন ইরাকের সরকার ও জনগণের বিরুদ্ধে চালানো হয়েছে।
তিনি জেনারেল সোলেইমানি ও আল-মুহানদিসকে পশ্চিমা মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এ হামলার মধ্য দিয়ে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা দেশটিতে অবস্থানের শর্ত লঙ্ঘন করেছে উল্লেখ করে মার্কিন সেনাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ইরাকি সংসদের বৈঠকে বসার আহ্বান করেন।
ইরানি বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে, আগামীকাল শনিবার ইরাকি সংসদ এ বিষয় বিবেচনার জন্য বৈঠক বসবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে ইরাকের প্রভাবশালী আলেম ও রাজনৈতিক নেতা মুক্তাদা সাদর এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পর তাঁর বাহিনীকে প্রস্তুত অবস্থায় থাকতে বলেছেন। মার্কিন সম্ভাব্য আরো আগ্রাসন মোকাবেলায় তাঁর বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
জেনারেল সোলেইমানি ও আল-মুহানদিসের পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান তিনি। তিনি বলেন, ইরাকে বিরাজমান মার্কিন বিরোধী জনমত দমন করার লক্ষ্যে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।